Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃণমূল ফুটবল নিয়ে বাফুফের পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ৭:১৯ পিএম

দেশের চার জেলায় তৃণমূল ফুটবল কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জেলাগুলো হচ্ছে- নীলফামারী, মাদারীপুর, ফেনী ও ঢাকা। প্রতি জেলায় ছয়টি করে ব্যাচ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

চার অঞ্চলের ভেন্যু পরিকল্পনা নিয়ে এক বিবৃতিতে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন,‘এই চারটি ভেন্যুর প্রতিটিতে ছয়টি ব্যাচ বা গ্রুপকে চূড়ান্ত করা হবে। সেখানে ছেলেদের জন্য চার এবং মেয়েদের জন্য দু’টি গ্রুপ থাকবে। ছেলেদের চারটি ব্যাচে চার বয়সভিত্তিক ক্যাটেগরি থাকবে। এগুলো হবে- ৮ বছর থেকে ১৮ বছর বয়সের মধ্যে। মেয়েদের ক্ষেত্রেও বয়স হবে ৮ থেকে ১৮ এর মধ্যে (৮-১৩ বছর বয়সী একটি এবং ১৩-১৮ বছর বয়সী আরেকটি ব্যাচ)।’ তিনি যোগ করেন,‘প্রতি ব্যাচে ছেলেদের সর্বোচ্চ ৫০ জন এবং মেয়েদের ৩০ জন করে খেলোয়াড় থাকবে। তারা বাফুফের নিয়োগকৃত কোচের অধীনে অনুশীলন করবে। প্রতিদিন সর্বোচ্চ ৩টি করে ব্যাচ অনুশীলন করবে। তিনটি ব্যাচ শনি, সোম ও বুধ এবং বাকি তিনটি ব্যাচ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনুশীলন করবে।’

এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) এই প্রকল্পের অধীনে সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সপ্তাহে একদিন কাজ হবে বলেও জানান বাফুফে সাধারণ সম্পাদক। তার কথায়,‘শুক্রবার দিনটা শুধুই ওদের জন্য বরাদ্দ থাকবে। সেইদিন তাদের নিয়ে কাজ করবেন বাফুফের কোচেরা।’

আপাতত চার ভেন্যুতে কার্যক্রম চালানো হলেও আগামীতে এই সংখ্যা বাড়ানো হবে বলে জানান সোহাগ। খুব শিঘ্রই খেলোয়াড়দের নিবন্ধনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এরপর ট্যালেন্ট হান্টের মাধ্যমে সেরাদের নিয়ে তৃণমূলের কার্যক্রম শুরু হবে। সোহাগ আরো বলেন,‘আগামী তিন বছরের মাথায় আমরা পর্যায়ক্রমে এই চারটি ভেন্যুকে কিভাবে ১০ বা ১২টিতে উন্নীত করতে পারি, তা আমাদের ভাবনায় আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ