ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
ছাত্র-শিক্ষকরাই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করবে এবং অভিভাবকদের খেয়াল রাখতে হবে যেন তাদের সন্তানরা বিপথে চলে না যায়। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আরও সচেতন ও বন্ধুসুলভ হতে হবে। সহপাঠীদেরকেও নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগী বজায় রেখে সচেতনভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে। কোন সহপাঠী যেন এসব ঘৃণিত কর্মকা-ে জড়াতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সোনার বাংলায় জঙ্গিবাদের ঠায় হবে না। গত শনিবার বিকাল ৫টায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তনে ‘ঢাকা-১৪ আসনকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখার প্রত্যয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসলামুল হক এম পি। কলেজের প্রিন্সিপাল মো. গোলাম ওয়াদুদের সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম. আব্দুস সোবহান, মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদ, বাংলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ইমাম হোসেন ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।