Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে বজ্রপাতে নারীর মৃত্যু

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ১২:৩১ এএম

রাজশাহীর দুর্গাপুরে মাঠে ছাগল চরাতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার আলীপুর মোল্লাপাড়া গ্রামের আমির হোসেনের কন্যা নাদিরা বেগম (৩৮)।
নিহত নাদিরা বেগমের পরিবারের স্বজন ও প্রতিবেশীরা জানান, গতকাল রোববার সকালে বাড়ির অদুরে মাঠে ছাগল চরাতে গিয়েছিল নাদিরা বেগম। দুপুরে আকাশে মেঘ দেখে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নাদিরা বেগমের শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গ্রামের লোকজন নিহত নাদিরা বেগমের লাশ মাঠ থেকে উদ্ধার করে বাড়িতে নেয়। স্বামী পরিত্যক্তা নাদিরা বেগম শারীরিক প্রতিবন্দী ছিলেন। এক ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন তিনি।
এদিকে, নিহত নাদিরা বেগমের পরিবারকে সহায়তা দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারীর-মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ