রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ডগরমোড়া এলাকার ‘জালাল আহম্মেদ নীট কম্পোজিট লিমিটেড’ কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ দেখায়। শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল মোহন কুন্ড জানান, জালাল আহম্মেদ নীট কম্পোজিট কারখানার প্রায় পোনে দুইশ’ শ্রমিক সকালে কারখানায় প্রবেশ করে বকেয়া দুই (জুন-জুলাই) মাসের বেতনের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভিতরে বিক্ষোভ দেখায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। পরে শিল্প পুলিশ ও থানা পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে যা চলাচল স্বাভাবিক হয়। তিনি আরো জানান, মালিক পক্ষ বিকালের মধ্যে অর্ধ মাসের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে। শ্রমিকরা কাজ না করে বেতনের অপেক্ষায় কারখানার ভিতরে অবস্থান করছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।