Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

তালিকা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে

বাঘ হত্যা ও চোরাচালানে জড়িত হিসেবে ইন্টারপোল প্রকাশিত রাজনৈতিক প্রভাবশালীদের তালিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তা সংশোধনের দাবি করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম মাসুদুল আলম। গতকাল রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ জুলাই একটি পত্রিকায় ‘বাঘ হত্যা ও চোরাচালানে রাজনৈতিক প্রভাবশালীরা’ শিরোনামে প্রকাশিত খবরে ৩২ জনের তালিকায় নিজ নাম দেখে তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলেন, পারিবারিক সুনাম ক্ষুণœ করতে রাজনৈতিক প্রতিপক্ষ ইন্টারপোলকে মিথ্যা তথ্য দিয়েছে। সংবাদ সম্মেলনে সুন্দরবন আমাদের রক্ষাকবচ উল্লেখ করে তিনি বলেন, তিনি সবসময় সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী, বনদস্যু ও জলদস্যুদের সৎ পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। তিনি কখনও সুন্দরবনের বাঘ, হরিণ কিংবা পশুপাখি হত্যার সাথে জড়িতদের প্রশ্রয় দেননি। এ ধরনের কোন ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার নামে থানায় একটি ডায়েরিও নেই। সংবাদ সম্মেলনে তিনি ইন্টারপোল প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা সংশোধনের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল হক, ব্যবসায়ী নাজমুল হুদা প্রমুখ। প্রসঙ্গত, ওই তালিকায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার ও রমজাননগর ইউপি চেয়ারম্যান আকবার আলীর নামও রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালিকা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ