মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে ইসরায়েলের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছেন হাজার হাজার জনগণ। সংবাদ সংস্থা বিবিসির খবরে জানা যায়, ইসরায়েলের তেলআবিবের রবিন স্কয়ারে মাস্ক পরে কয়েক হাজার আন্দোলনকারী বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ। এদের মধ্যে বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। তবে সামাজিক দূরত্ব না মানলেও সবাই মাস্ক পরেই বিক্ষোভে অংশ নেন।
করোনা পরিস্থিতিতে বেকার হয়ে চরম অর্থনৈতিক দুরাবস্থায় পড়ে শেষ পর্যন্ত তারা রাস্তায় নেমেছেন বলে বিক্ষোভকারীরা জানান। তাদের দাবি, করোনাকালে অভাবগ্রস্ত নাগরিকদের সরকারঘোষিত প্রণোদনা দিতে দেরি করা হচ্ছে। সরকারি প্রকল্পের টাকা দিতে দেরি করায় তাদের দুর্ভোগ আরো বেড়েছে বলে জানান।
স্থানীয় সময় শনিবার ইসরায়েলের তেল আবিবের রবিন স্কয়ারে বিক্ষোভে শামিল হওয়াদের বেশিরভাগই ছিলেন তরুণ। সামাজিক দূরত্ব না মানলেও বিক্ষোভকারীদের সবার মুখেই মাস্ক পরা ছিল।
বিক্ষোভকারীদের দেশটিকে বাড়তে থাকা বেকারত্ব নিরসনের দাবি জানায়। পাশাপাশি অভাবগ্রস্ত নাগরিকদের জন্য করোনাকালীন সরকারি বরাদ্দের অর্থ ছাড়ে বিলম্বের অভিযোগ তোলেন।
এদিকে করোনা মহামারির কারণে ইসরায়েলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম সংকটে রয়েছেন। অনেকেই অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। এরইমধ্যে দেশটিতে একের পর এক জনবিরোধী সিদ্ধান্তে নেতানিয়াহুর জনপ্রিয়তাও কমতে শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।