Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকুন্দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হককে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় দায়েরকৃত মামলা নং- ১৩, তারিখ- ২৫/০১/২০১৫ এর অভিযোগপত্র গত বছরের ১৪/০৮/২০১৫ তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক গৃহীত হয়। এরূপ অভিযোগ স্থানীয় সরকার আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ আইন ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩ খ (১) অনুযায়ী তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ, জনস্বার্থের পরিপন্থি। উল্লেখিত আইনের দ্বারা ১৩ খ উপদ্বারা (১) অনুযায়ী আজিজুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হলো বলে গত ২৬ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন্নাহার স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট অনুলিপি প্রেরণ করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সততা স্বীকার করে বলেন, অফিস আদেশ পেয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকুন্দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ