Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলোয়াড়দের ফিটনেস ক্যাম্প করাতে চায় বাফুফে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ৯:০৮ পিএম

করোনাকালেই মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের বাকি ম্যাচ। বাছাইয়ে বাংলাদেশ দল আরো চার ম্যাচ খেলবে। বাংলাদেশের বাকি ম্যাচগুলোকে সামনে রেখে আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা ছিল ন্যাশনাল টিমস কমিটির। তবে মধ্য আগস্টের মাঝামাঝিতে জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে ইংল্যান্ড থেকে ঢাকায় এসে এক সপ্তাহ আইসোলেশনে থেকে ক্যাম্প শুরু করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্ভরযোগ্য সুত্র। তবে আগস্টের আগেই অনুশীলন প্রক্রিয়া শুরু করতে চান বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। কারণ, দীর্ঘদিন খেলার বাইরে রয়েছেন ফুটবলাররা। ফলে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। তাই সালাউদ্দিনের ইচ্ছা ক্যাম্প শুরুর আগে একজন ট্রেনারের অধীনে খেলোয়াড়রা ফিটনেস ট্রেনিং করুক।

শনিবার বাফুফে ভবনে জাতীয় দল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবের মধ্যে ১২ ক্লাবের ২৭ জন ফুটবলারের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন। মতবিনিময় সভায় সালাউদ্দিন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ৪ ম্যাচকে গুরুত্ব দিয়ে বলেন,‘৮ অক্টোবর আমাদের ম্যাচ শুরু হবে। দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। কি করতে হবে তোমরা সেটা ভালো করেই বুঝতে পারছো। তোমাদের ফিটনেস লেভেল বাড়ানোর জন্য দরকার হলে এ মাসেই একজন ট্রেনার এনে কাজ শুরু করে দেবো। আমি এ নিয়ে কথা বলবো ন্যাশনাল টিমস কমিটির সঙ্গে।’

কোচ জেমি বলেছিলেন, ৬ সপ্তাহের ক্যাম্প হলেই চলবে। যদি এ মাসেই ফুটবলাররা ট্রেনারের অধীনে চলে যান তাহলে বেশ লম্বাই হবে ক্যাম্প। ১৬ জুলাই ন্যাশনাল টিমস কমিটি সভায় বসে ট্রেনার নিয়োগ ও ক্যাম্প শুরুর ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন,‘সভাপতি চাচ্ছেন কোচ আসার আগেই একজন ট্রেনার দিয়ে খেলোয়াড়দের ফিটনেস ক্যাম্প করাতে। সেটা নিয়েই আগামী বৃহস্পতিবার সভা করবে ন্যাশনাল টিমস কমিটি। তারপর কোচের মতামত নিয়ে সবকিছু চূড়ান্ত করা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ