Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নারী বিক্ষোভে উত্তাল প্যারিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ১২:০২ এএম

মন্ত্রিসভায় রদবদলের পর ফ্রান্সে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসা জেরাল ডারমানোর পদত্যাগ চেয়ে প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভ দেখিয়েছে কয়েকশ নারী। ৩৭ বছর বয়সী ডারমানো সপ্তাহখানেক আগে পদত্যাগ করা এদুয়ার ফিলিপের মন্ত্রিসভায় সরকারের বাজেট বিষয়ক দায়িত্বে ছিলেন; নতুন প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স তাকে স্বরাষ্ট্রে নিয়ে এলেন। ধর্ষণের এক অভিযোগে প্যারিসের আপিল আদালত ডারমানোর বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দেয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সরকারে তার এ পদোন্নতি হল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার কয়েকশ নারী প্যারিসে বিতর্কিত এ রাজনীতিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অন্য এক বিক্ষোভেও কয়েক ডজন নারী ডারমানোর পদত্যাগ চান। দুই বছর আগে এক বিচারক ডারমানোর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ খারিজ করে দিলেও গত মাসে প্যারিসের আপিল আদালত একই অভিযোগ নিয়ে নতুন অনুসন্ধানের আদেশ দেয় বলে এক স‚ত্রের বরাত দিয়ে জানিয়েছে। নতুন এ আদেশের ফলে এখন তদন্ত সংক্রান্ত বিচারক নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। ডারমানো অবশ্য প্রথম থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। কোনো ধরনের অন্যায়ে জড়িত নন বলেও দাবি করেছেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ