Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুসফুসই কেবল নয়, পুরো শরীরের জন্য ক্ষতিকর করোনাভাইরাস: গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ৮:১৯ পিএম

সম্প্রতি এক গবেষণা থেকে জানানো হয়, ফুসফুসই কেবল নয়, পুরো শরীরেই ব্যাপকমাত্রায় ক্ষতিকর করোনাভাইরাস। শুক্রবার বিষয়টি নিয়ে গবেষণারত চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুস ছাড়াও করোনাভাইরাস কিডনি, লিভার, হার্ট, নার্ভ, চামড়া এবং হজমশক্তির ব্যাপক ক্ষতি করে। -সিএনএন

কোভিড-১৯ রোগীদের প্রতিবেদন যাচাই করে এই তথ্য পাওয়া গেছে। নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিক্যাল সেন্টার পুরো বসন্ত জুড়েই উপচেপড়া ভীড়ে রোগী ভর্তি ছিলো। এই হাসপাতালের চিকিৎসকরা এই গবেষণা চালান। এক্সরে এবং শরীরের ভেতরের ছবি বলছে , করোনাভাইরাস শরীরের সবগুলো প্রধান অঙ্গকে আক্রমণ করে। সরাসরি এই আক্রমণে রক্ত একেবারে জমাট বেঁধে যায় , ফলে হৃদযন্ত্রও স্বাস্থ্যকর গতি বজায় রআখতে পারে
না। কিডনিতে বেড়ে যায় রক্তের পরিমাণ। শরীরের চামড়ায় দেখা যায় র ‌ ্যাশ ।

এই গবেষণা য় অংশ নেয়া ডা . আকৃতি গুপ্তা বলেন , চিকিৎসকদের এই রোগকে একটি বগুবিধ রোগ হিসেবে ধরে নিতে হবে। এই ব্যাপারে আমাদের কাছে বিশেষ কোনও তথ্য নেই। কিন্তু এ সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। ফুসফুসের রোগে ব্রেইন , কিডনি , হার্ট , মস্তিস্ক ক্ষতিগ্রস্থ হবে , এটা স্বাভাবিক কোনও বিষয় নয়। কোষের বিশেষ ধরনের ডোরওয়ে এসিই২ কে আক্রমণ করে করোনাভাইস। এই রাসায়নিক পদার্থ সহজেই রক্তনালীর মাধ্যমে শরীরের প্রধান অংশগুলোতে যেতে পারে। ফলে এগুলোও করোনায় প্রভাবে পড়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ