বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত অর্থনীতিকে গতিশীল করার স্বার্থে অগ্রনী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের দিক নির্দেশনায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রম ভার্চুয়ালি চালু করা হয়েছে। অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক/উপ মহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে শনিবার (১১ জুলাই) অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিএসিএইচ, বিইএফটিএন ও আরটিজিএস বিষয়ক ভার্চুয়াল ট্রেনিং অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।
কর্মসূচিতে ডিএমডি মো. আনিসুর রহমান এবং মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন কর্মসূচীতে অংশগ্রহন করেন। অগ্রনী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখার সিনিয়র অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার ন্যূনতম ১০০ জন কর্মকর্তা উক্ত ভার্চুয়াল প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।