বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে এবার কুরবানির পশু ঢুকতে দেয়া হবে না বলে হঠকারী যে সিদ্ধান্ত নিয়েছে গার্ডেন সিটির মালিক কল্যাণ সমিতি। অনতিবিলম্বে শরীয়ত বিরোধী এ সিদ্ধান্ত বাতিল করে গোটা দেশের ন্যায় গার্ডেন সিটিতে কুরবানি করার সুযোগ করে দিতে হবে। অন্যথায় কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির দায় দায়িত্ব গার্ডেন কর্তৃপক্ষকে বহন করতে হবে।
আজ শনিবার জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালামের সভাপতিত্বে মোহাম্মদপুরস্থ কওমী মাদরাসা সমুহের ঐক্যবদ্ধ ফোরাম ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’ এর উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন। বৈঠকে গার্ডেন সিটির কুরবানি বিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, ভাইস প্রিন্সিপাল মাওলানা আশরাফুজ্জামান, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার প্রিন্সিপাল মাওলানা ফারুক আহমাদ, জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার মাওলানা শফিউদ্দীন, জামিয়া ইসলামিয়া বায়তুল ফালাহ এর প্রিন্সিপাল মাওলানা তলহা, ভাইস প্রিন্সিপাল মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতী কামারুজ্জামান (খতীব মসজিদ-ই নূর), আশরাফুল মাদারিস এর প্রিন্সিপাল মাওলানা ইসমাঈল, জামিয়া ওয়াহিদিয়া এর প্রিন্সিপাল মাওলানা যোবায়ের, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ ফয়সাল, বাইতুল আমান আদাবর এর প্রিন্সিপাল মাওলানা মাহমুদুর রহমান, আননূর নৈশ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা যোবায়ের, বায়তুল জান্নাত মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুক, দারুল ঈমান ঢাকা এর প্রিন্সিপাল মুফতী আব্দুল মুমিন, নবোদয় সি ব্লক জামে মসজিদের খতীব মুফতী ইসহাক মাহমুদ, মুফতী আতাউর রহমান, মুফতী মুহাম্মাদ আলী কারীমি, মাওলানা আবুল কালাম, মুফতী কামরুল হাসান, মাওলানা এরশাদ উল্লাহ, মাওলানা যোবায়ের সাইফী।
বৈঠকে বলা হয়, কুরবানি স্রেফ পশু জবাই নয়, মুসলমানদের জন্য এটা একটা ইবাদত। স্বাস্থ্যবিধি মেনে যেখানে সারাদেশেই কুরবানি হবে, সেখানে জাপান গার্ডেন সিটি কুরবানি বন্ধের আলাদা সিদ্ধান্ত নেয়ার কতটুকু যৌক্তিকতা আছে? তাছাড়া তারা কোনো বিকল্প পথও বাতলে দেয়নি। বৈঠকে আরো বলা হয়, করোনাভাইরাসের কারণে মালিক পক্ষের এমন ‘হঠকারী’ সিদ্ধান্ত ধর্মপ্রাণ মুসল্লিরা মানতে পারছেন না। কারণ স্বাস্থ্যবিধি মেনে কুরবানি করলে তাতে কোনো সমস্যা নেই, এমনটা বলে আসছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, কুরবানি নিয়ে শরীয়ত বিরোধী কোনো সিদ্ধান্ত দেশবাসি মেনে নিবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।