Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এ বছর ট্রাম্প-কিম বৈঠক নাও হতে পারে : ইয়ো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

এ বছর ট্রাম্পের সাথে কিমের বৈঠক নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। তিনি বলেন, বৈঠক হবে কি না এ বিষয়ে আমরা জানি না। কোরিয়ার সরকারি মিডিয়া কেসিএনএ’কে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, যদি ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হয়, তাহলে তা যুক্তরাষ্ট্রের পক্ষেই যাবে। হ্যানয় সামিটের পর গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও পিয়ংইয়ং’এর মধ্যে পারমাণবিক শক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা দেখা গেলেও তা শেষ পর্যন্ত হয়নি। কারণ ওয়াশিংটন পিয়ংইয়ং-এর পক্ষ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প ও কিমের মধ্যে আলোচনা আদৌ হচ্ছে কি না এ নিয়ে মিডিয়ার জল্পনা কল্পনার মধ্যে গত সোমবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয় , যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোনো ইচ্ছা দেশটির নেই। ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট মোকাবেলায় পিয়ংইয়ংয়ের সংলাপকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করার ইচ্ছা রয়েছে ট্রাম্প প্রশাসনের । স্পুটনিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ