Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্ক খুলে পজিটিভ ঘোষণা করায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

মাস্ক খুলে করোনা পজিটিভ ঘোষণা করায় ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে করেছেন দেশের সাংবাদিকরা। তার বিরুদ্ধে দুটি অভিযোগ তুলেছে ব্রাজিলের প্রেস অ্যাসোসিয়েশন। একটি হলো, করোনাভাইরাসের ভয়াবহতা জানা সত্তে¡ও অন্যের জীবনকে তিনি জেনে বুঝে ঝুঁকির মধ্যে ফেলেছেন। অন্যটি হলো, সংক্রামক রোগের বিস্তার রোধে তিনি ব্যর্থ হয়েছেন। জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই মাস্ক পরায় অনীহা ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর। এমনকী করোনা পজিটিভ রিপোর্ট জানার পরেও টেলিভিশন সাক্ষাৎকারে মাস্ক পরেননি। তাই তার বিরুদ্ধে ব্রাজিলের প্রেস অ্যাসোসিয়েশনের এই মামলা। গত মঙ্গলবার টেলিভিশনে এক লাইভ সাক্ষাৎকারে বলসোনারো ঘোষণা করেন , তিনি কভিড আক্রান্ত। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ