মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হংকংয়ে স্কুল বন্ধ
ইনকিলাব ডেস্ক : স্থানীয় সংক্রমণ বেড়ে যাওয়ায় শহরে নতুন করে কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা করছে হংকং কর্তৃপক্ষ। এ কারণে শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে হংকংয়ের শিক্ষা ব্যুরো। এশিয়ার অন্যতম গুরুত্বপ‚র্ণ বাণিজ্যিক কেন্দ্রের অধিকাংশ স্কুল ফেব্রুয়ারি থেকে বন্ধ। কেউ কেউ অনলাইন ও কনফারেন্স কলে পাঠদান কার্যক্রম চালাচ্ছে। অনেক আন্তর্জাতিক স্কুল এরই মধ্যে গ্রীষ্মের ছুটি দিয়ে দিয়েছে। স¤প্রতি শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে করোনার উপস্থিতি মেলায় এবার সব স্কুল বন্ধ করা হচ্ছে জানালেন শিক্ষা সচিব কেভিন ইউং। রয়টার্স।
স্পেনে ৭৩ স্থানে
ইনকিলাব ডেস্ক : স্পেনে জরুরি অবস্থা উঠিয়ে নেয়ার ২০ দিনের মাথায় নতুন করে আবারও সক্রিয় হয়ে উঠেছে করোনাভাইরাস। দেশটির ৭৩ স্থানে প্রাণঘাতী করোনা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা । দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৪৩ জন। এই ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৫ জন। এ খবরে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে আসা স্প্যানিশদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আনাদোলু।
সিঙ্গাপুরে ভোট
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যেও সিঙ্গাপুরের জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ১১০০টি ভোট কেন্দ্রে স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে রাত ৮টা পর্যন্ত। সকাল ৮টায় ৬৫ বছরের এক সিনিয়র ভোটারের ভোট প্রদানের মধ্য দিয়ে শুরু হয় ভোটগ্রহণ। ১৯৫৯ সালে স্বাধীন হওয়ার পর থেকে একটি দলই সিঙ্গাপুর শাসন করছে এবং সেটি হল পিপল অ্যাকশন পার্টি। এবারও তারাই জিতবে বলে আশা করা হচ্ছে। সকালে সস্ত্রীক শহরের আলেকজান্ডার প্রাইমারী স্কুলে ভোট প্রদান করেন পিপল অ্যাকশন পার্টির নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী লি হসিন লুং। রয়টার্স।
মার্কিন নিষেধাজ্ঞা
ইনকিলাব ডেস্ক : সংখ্যালঘু উইঘুর মুসলিম স¤প্রদায়ের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীনের শক্তিশালী পলিটব্যুরোর সদস্য চেন কুয়াংগো ও আরো তিন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জারি করা এ নিষেধাজ্ঞার ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চেন হলেন উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে চায়না কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।