মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের একটি আদালত বিশ্বখ্যাত সাংস্কৃতিক স্থান ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়া জাদুঘরের স্থিতাবস্থার আবেদন বাতিল করে দিয়ে বলেছে, এটি মসজিদে রূপান্তরিত করা যেতে পারে। একটি ক্যাথেড্রাল হিসাবে দেড় হাজার বছর আগে প্রতিষ্ঠিত হাজিয়া সোফিয়াকে অটোমান শাসনামলে মসজিদে পরিণত করা হয়েছিল। পরে ১৯৩৪ সালে এটিকে ফের জাদুঘরে পরিণত করা হয়।
এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কো এর আগে আলোচনা ছাড়া তুরস্ককে তার স্ট্যাটাস পরিবর্তন না করার আহ্বান জানিয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এই পরিবর্তনের আহ্বান জানান।
তুরস্কের ইসলামপন্থীরা দীর্ঘদিন ধরে এটি মসজিদে রূপান্তরিত করার আহ্বান জানিয়ে আসছিলেন। তবে একটি পক্ষ এ পদক্ষেপের বিরোধিতা করে।
স্থানটি আন্তঃধর্মীয় ও ক‚টনৈতিক উত্তেজনার প্রতীক হিসেবে পরিচিত। ষষ্ঠ শতকে খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসনামলে হাজিয়া সোফিয়া নির্মাণ করা হয়েছিল। তখন এটি গ্রিক অর্থোডক্স গির্জা হিসেবে ব্যবহার করা হতো।
কিন্তু ১৪৫৩ সালে উসমানীয় খলিফাদের কাছে কনস্টান্টিনোপেলের পতন ঘটলে সেটিকে মসজিদে রূপান্তরিত করা হয়।
১৯৩৫ সালে তুর্কি ধর্মনিরপেক্ষতাবাদের প্রতিষ্ঠাতা মসজিদটিকে জাদুঘর বানিয়ে ফেলেন। বর্তমান এরদোগান সরকারের আমলে সেটিকে ফের মসজিদের রূপে ফিরিয়ে আনা হচ্ছে। গত কয়েক বছর ধরে তুর্কি মুসলমানরা সেখানে নামাজ আদায় করছেন। তারা জাদুঘরটিকে মসজিদে রূপান্তরিত করার দাবি জানিয়ে আসছেন।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত হাজিয়া সোফিয়ায় গেল ৮৫ বছরের মধ্যে ২০১৫ সালেই প্রথমবারের মতো একজন আলেম কোরআন পাঠ করেন। এরপর থেকে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ প্রতি বছর রমজানে সেখানে কোরআন পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। সূত্র : বিবিসি নিউজও টিআরটি উর্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।