Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার যুক্তরাষ্ট্রও পাকিস্তান এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা জারি করল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ৩:৪৭ পিএম

একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ছে পাকিস্তান এয়ারলাইন্সের বিমানগুলো। ইউরোপীয় ইউনিয়নকে দিয়ে শুরু। তাদের পদাঙ্ক অনুসরণ করেছে ভিয়েতনাম ও যুক্তরাজ্য। পাইলটদের জাল লাইসেন্স ইস্যুতে এবার দেশটির ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরিবহন দফতরের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। খবর এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের পরিবহন দফতরের পক্ষ থেকে বলা হয়, ফেডারেল আভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পাকিস্তানের পাইলটদের সার্টিফিকেট নিয়ে প্রশ্ন ওঠার পর শঙ্কিত ছিল। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনেও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের অ্যাভিয়েশন সেইফটি এজেন্সি (ইএএসএ) সদস্য রাষ্ট্রগুলোও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট পরিচালনার অনুমোদন বাতিল করে।
গত মে মাসে পাকিস্তানের করাচিতে অভ্যন্তরীন একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯৭ জন নিহত হন। ওই ঘটনার পরই পাকিস্তানের পাইলটদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ওই ঘটনার পর তদন্ত প্রতিবেদনে প্রকাশের সময় পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার জানান, তার দেশের ৪০ শতাংশ ( ৮৬০ জনের মধ্যে ২৬২) পাইলটই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালান। জাল লাইসেন্স ইস্যুতে পিআইএ তাদের ৪৩৪ জন পাইলটের মধ্যে ১৫০ জনকে ইতোমধ্যে ‘গ্রাউন্ডেড’ বা নিষিদ্ধ করেছে।



 

Show all comments
  • mostafizur rahman ১০ জুলাই, ২০২০, ৬:১৬ পিএম says : 0
    I think that the GAME of Israel is going to over in the world..The world is turning into a little peace , calm and ,no more destroy the country and no more killing the Innocent people in the world.. The power and money make a person into a mad and kill his the quality of a human. but Allah (God) control the human powers balance in the world.We should follow the word of Allah says in the QURAN ,Sura. .Mohammed :47:38.Allah says Oh my best people(Muslim) that I will replace you for another another nation if you are not doing good the job for my creatures (My beloved human .But Allah says in the Quran for his beloved Muslim nation , they aren't like you .So you lost Spain after 800 years ago. We should learn the Muslim history of Spain under Muslim ruled . .Allah loves his creatures including human being too..Mostafizur Rahman
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ