Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টর | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ২:৫৩ পিএম

কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরে ৩৯ জনকে করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৮৮৯ জন কোভিড রোগী শনাক্ত হল। গতকাল বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়- কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ৩২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১৭৭ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩৯ জনকে করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া কুমারখালীর ও দৌলতপুরের ১ টি করে নমুনার রিপোর্ট ফলোআপ পজেটিভ। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ২ জন, ভেড়ামারায় ১ জন, সদরে ১৬ জন , মিরপুরে ২ জন , কুমারখালী ১৮ জন। নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৯ জন, মহিলা ১০ জন। কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৮৮৯ জন কোভিড রোগী শনাক্ত হল। (বহিরাগত বাদে)। উপজেলা ভিত্তিক রোগী শনাক্ত:- দৌলতপুর ১১০, ভেড়ামারা ৯০, মিরপুর ৫১, সদর ৪৮৩, কুমারখালী ১২৪, খোকসা ৩১। মোট পুরুষ রোগী ৬৪৪, নারী ২৪৫ জন। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৪২১ জন। উপজেলা ভিত্তিক সুস্থ ৪১৯ জন ( দৌলতপুর ৬১, ভেড়ামারা ৬৪, মিরপুর ৩২, সদর ১৯১, কুমারখালী ৫১, খোকসা ২০)। বহিরাগত সুস্থ ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪১১ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৩৮ জন। মৃত -১৯ জন (কুমারখালী -৪, দৌলতপুর-১, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর ১৩ )। মৃত পুরুষ ১৫, মহিলা ৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ