Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান সক্রিয় হচ্ছে : দুদক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১২:৫৮ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান আরও সক্রিয় করা হবে। জনগণের কল্যাণেই এসব অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আজ শুক্রবার (১০ জুলাই) দুদকের এক বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিবেদনের ওপর পূর্ণাঙ্গ কমিশনের এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, দুদকের ১৮ জনের বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত। দুইজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা মারা গেছেন। এরমধ্যেও আপনারা মামলা করছেন, অপরাধীদের গ্রেফতার, অভিযোগ সংশ্লিষ্টদের তলব এবং জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ দুর্নীতির অভিযাগের অনুসন্ধান, তদন্ত, প্রসিকিউশন, প্রতিরোধসহ সব ধরনের দাফতরিক কার্যক্রম চলমান রয়েছে। এটা আপনাদের কৃতিত্ব। সবাই স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে বাসায় বসে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। এ ক্ষেত্রে অবশ্যই নথির মুভমেন্ট রেজিস্টার অনুসরণ করতে হবে এবং তা কমিশন সচিবকে অবহিত করতে হবে।

কমিশনের মানিলন্ডারিং অনুবিভাগের কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে দুদক চেয়ারম্যান বলেন, ২০১৯ সালে কমিশন ১১টি মানিলন্ডারিং মামলার ১১টিতেই অপরাধীদের সাজা হয়েছে। ২০১৮ সালেও শতভাগ মামলায় সাজা হয়েছিল। এককভাবে যখন দুদক মানিলন্ডারিং মামলা করতো তখন অসংখ্য মামলা দায়ের হয়েছে। অসংখ্য অপরাধীর শাস্তি হয়েছে।



 

Show all comments
  • মোঃ আজমল হোসেন। ১০ জুলাই, ২০২০, ১:২২ পিএম says : 0
    দুর্নীতি বাজ দের বিরুদ্ধে দৃশ্যমান আইনানুগ পদক্ষেপ নিতে ও বাস্তবায়ন করতে হলে সর্বাগ্রে অভিযোগের অনুমোদন করার সক্ষমতা কমিশনে কুক্ষিগত করে না রেখে দুদক সমন্বিতজেলা কার্যালয় গুলোকে দেয়াউচিত। তাঁরা অনিয়মকরলে ডিজিটাল বাংলাদেশে তথ্য উপাত্ত সম্বলিত ডিজিটাল ডকুমেন্টস সহ আদালতের আশ্রয় নিতে পারবে জনগণ।
    Total Reply(0) Reply
  • মোঃ আজমল হোসেন। ১০ জুলাই, ২০২০, ১:২২ পিএম says : 0
    দুর্নীতি বাজ দের বিরুদ্ধে দৃশ্যমান আইনানুগ পদক্ষেপ নিতে ও বাস্তবায়ন করতে হলে সর্বাগ্রে অভিযোগের অনুমোদন করার সক্ষমতা কমিশনে কুক্ষিগত করে না রেখে দুদক সমন্বিতজেলা কার্যালয় গুলোকে দেয়াউচিত। তাঁরা অনিয়মকরলে ডিজিটাল বাংলাদেশে তথ্য উপাত্ত সম্বলিত ডিজিটাল ডকুমেন্টস সহ আদালতের আশ্রয় নিতে পারবে জনগণ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ