বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে উন্নত পরিবেশ ও সতর্কতার কারণে এই চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে হাসপাতালটির কোন চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও সেবা প্রদানকারী কর্মীরা কেউ করোনায় আক্রান্ত হয়নি। এখানে চিকিৎসা গ্রহণ করে ৯৩ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বৃহস্পতিবার বগুড়ায় টিএমএসএস স্বাস্থ্য সেক্টর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য তুলে ধরে বলা হয়। টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ইন্টারনেট জুমের মাধ্যমে যুক্ত হয়ে উক্ত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই প্রতিষ্ঠান চিকিৎসা প্রদানে তাদেরকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ ছাড় দেয়া হবে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসমএস এর উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান। ইন্টারনেট জুমের মাধ্যমে যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের এ্যামিরিটাস অধ্যাপক ড. এম আফজাল হোসেন, রোটা. এম খায়রুল আলম, দৈনিক করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক লালু, টিএমএসএস এইচইএম সেক্টরের নির্বাহী পরামর্শক মো. খায়রুল ইসলাম, টিএমএসএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শাহজাহান আলী সরকার, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবি এর শিক্ষক অধ্যাপক হাসানাত আলী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।