Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোট আক্রান্ত ১৯জন মংলায় সহকারী কমিশনার (ভূমি ) সহ ৮জন করোনায় আক্রান্ত

মংলা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৮:১৫ পিএম

মংলায় সহকারী কমিশনার (ভূমি ) নয়ন কুমার রাজবংশী সহ ৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে বৃহস্পতিবার (৯জুলাই) পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো মোট ১৭ জন।

মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন, বৃহস্পতিবার (৯ জুলাই) মংলা উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী সহ নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যারা হলেন, ভুমি অফিসের অফিস সহকারি মোঃ রনি (৩০) পিতা মোহাম্মদ সেকেন্দার আলী , মংলা পৌর এলাকার ময়লাপোতা মোড়ের সুলতান আহম্মেদ(৫৮), পিতা আব্দুর রশিদ খান, সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের স্বাস্থ্যকর্মি শাহিনা খানম (৩০) স্বামী মোঃ রবিউল ইসলাম, মিঠাখালী ইউনিয়নের গোয়ালিরমেঠ এলাকার স্বাস্থ্যকর্মি মোঃ মুকুল (৩২)। এছাড়াও মংলা ইপিজেডে কর্মরত আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন, সজিব কুমার দে( ৩২),পিতা রাজ কুমার দে, সুস্মিতা রানী (২২)স্বামী সজিব কুমার, ইতি খান(২১) পিতা ইমরান খান। তিনি আরও জানান, এ পর্যন্ত মংলায় মোট আক্রান্ত এর সংখ্যা দাড়ালো ১৭ জন।

সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী বলেন, আমার শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় আমার সন্দেহ হয়। এ কারনে আমি করোনা পরীক্ষা করাই। বৃহস্পতিবার আমার রিপোর্ট পজেটিভ এসেছে কিন্তু শারীরিক ভাবে আমি এখন সুস্থ আছি এবং বাসায় কোয়ারেনন্টাই এ আছি।

মংলা উপজেলা নিবার্হী অফিসার মোঃ রাহাত মান্নান বলেন, করোনা আক্রান্তদের বাড়ি ইতিমধ্যে লক ডাউনসহ তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া ব্যাংকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকের কার্যক্রম চলমান রাখার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, ২৪ জুন প্রথম বারের মতো মংলায় ৩ জন , ২৮ জুন ৫ জন এবং ২৯ জুন ১ জন করোনা ভাইরাসে আক্রান্তের রিপোর্ট পজেটিভ আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ