Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্ত-৩৭, সুস্থ ২৯জন

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৩:২৪ পিএম


নাটোরের লালপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার রাতে নতুন করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন স্টার্ফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় ৪জন মেডিকেল স্টার্ফ, একজন শিশু, একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যসহ মোট ৩৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ২৯জন।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুর ২ টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ‘বুধবার রাতে ই-মেইল বার্তায় তাকে নতুন করে আরো একজন মেডিকেল স্টার্ফের শরীরে করোনা ভাইরাস শনাক্তর খবর জানানো হয়েছে। গত ৫তারিখে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো গত কাল তার রিপোর্টে পজেটিভ এসেছে।’ তিনি আরো জানিয়েছেন, গত ২ এপ্রিল থেকে এ পর্যন্ত উপজেলায় মোট ৭৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ৬৯৮ জনের রিপোর্ট এসেছে এখনো ৮৩ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। আর ৪ এপ্রিল প্রথম লালপুর উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়। সর্বশেষ গত কাল বুধবার ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ