Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

ভ্রাম্যমাণ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৩:২২ পিএম

কুমিল্লায় করোনাভাইরাসে ও এর উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। এদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ছয়জন এবং মেডিকেলের করোনা ইউনিটে তিনজন মারা যায়।
মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দৈনিক ইনকিলাবকে বলেন, ২৪ ঘণ্টায় চার নারীসহ ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে রেহানা বেগম ও চয়ন কুমার নামে দুজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। রেহানা বেগম (৪৫) জেলার বুড়িচং উপজেলার আমির হোসেনের স্ত্রী এবং চয়ন কুমার (৫০) জেলার চৌদ্দগ্রাম উপজেলার সচিল চন্দ্র পালের ছেলে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন নগরীর কান্দিরপাড় এলাকার মিজানুর রহমান (৩৮), আদর্শ সদর উপজেলার কালিকাপুর এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম (৬০), সদর দক্ষিণ উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (৬৫), মনোহরগঞ্জ উপজেলার আবদুল খালেকের ছেলে স্বপন (৩৮), চান্দিনা উপজেলার আবদুল্লাহর মেয়ে ফিরোজা বেগম (৬০), চৌদ্দগ্রাম উপজেলার ঘনা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬৫) এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার নিকিল সরকারের ছেলে নারায়ণ সরকার (৪০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ