Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গীত প্রতিভা অন্বেষণে ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১১:৩৩ এএম

প্রতিষ্ঠার পর থেকেই দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুন এবং প্রতিভাবানদের নিয়ে কাজ করছে। তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সঙ্গীত প্রতিভাকে সুযোগ করে দিয়েছে। এতে একজন প্রতিভাবান যেমন প্রতিভার বিকাশ ঘটাতে পারছে, তেমনি শ্রোতাদের কাছেও পৌঁছে যেতে পারছে। এবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। আমাদের দেশে অনেক প্রতিভা লুকিয়ে আছে, যারা নিজে গান লিখে, সুর করে এবং গায়। সুযোগের অভাবে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। বহুমুখী এই প্রতিভাবানদের জন্য ধ্রুব মিউজিক স্টেশন আয়োজন করেছে ‘ধ্রুব মিউজিক আমার গান’। ২৫ জুলাই পর্যন্ত যে কোন মাধ্যমে গান রেকর্ড করে যে কেউ পাঠাতে পারবেন ধ্রুব মিউজিক স্টেশনের ঠিকানায়। সেখান থেকে জুরিবোর্ড প্রাথমিকভাবে সেরা ৩০ জনকে বাছাই করবেন। তাদের নিয়েই শুরু হবে মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সেরা ৩ গান অবলম্বনে নির্মিত হবে নাটক। সেরা দশ জনের ১০টি মৌলিক গান প্রযোজনা করবে ধ্রুব মিউজিক স্টেশন। এজন্য ধ্রুব মিউজিক স্টেশনের অফিসয়াল ফেসবুক পেইজে যোগাযোগ করতে হবে। প্রতিষ্ঠানটির কর্ণধার সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ জানালেন, ‘গত মার্চের প্রথম সপ্তাহে আমরা এই আয়োজন করার সিদ্ধান্ত নেই। মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। এরই মধ্যে করোনার কারণে সবকিছু স্থবির হয়ে যায়। আমাদের কার্যক্রমও স্থগিত হয়। এখন স্বাভাবিক কর্মকান্ড ফিরতে শুরু করেছে মানুষ। তাই আবার প্রতিযোগিতা শুরু করেছি। অডিও অঙ্গনকে আরও সরব করতে এবং সঙ্গীতের প্রতি দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন। বাংলা সঙ্গীতের উৎকর্ষ সাধণ এবং সুযোগের অভাবে যারা এতদিন নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারেনি, তাদের যোগ্যতা তুলে ধরার লক্ষ্যেই প্রতিভা অন্বেষণের এই আয়োজনটি করা।’



 

Show all comments
  • মোঃ হিমেল মিয়া ১ এপ্রিল, ২০২১, ১২:২২ এএম says : 0
    কিভাবে পাঠাবো গান রেকর্ড করে কোন ঠিকানায়??
    Total Reply(0) Reply
  • মোঃ হিমেল মিয়া ১ এপ্রিল, ২০২১, ১২:২২ এএম says : 0
    কিভাবে পাঠাবো গান রেকর্ড করে কোন ঠিকানায়??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত প্রতিভা অন্বেষণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ