পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর পুরান ঢাকার বঙ্গবাজারে দোকান ভাড়া বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। এ সময় আশপাশ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গতকাল দুপুর ১২টার দিকে বঙ্গবাজারের সামনের সড়কটি অবরোধ করে ২০ মিনিট অবস্থান করার পর পুলিশের অনুরোধে রাস্তা থেকে সরে যায় আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানান, করোনাভাইরাসের কারণে তিন মাস দোকান বন্ধ রয়েছে। এরমধ্যে বঙ্গবাজার মালিক সমিতি দোকান ভাড়া বৃদ্ধি করে দিয়েছে। এর প্রতিবাদের সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে ব্যবসায়ীরা আন্দোলন থেকে সরে আসে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান দৈনিক ইনকিলাবকে জানান, বঙ্গবাজারের দোকান মালিকরা মাসিক ভাড়া বাড়ানোয় প্রতিবাদে ভাড়াটে দোকানিরা সড়ক অবরোধ করেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করা হয়। পরে তারা সড়ক ছেড়ে দেন। বঙ্গবাজার মালিক সমিতির সাথে আলোচনা করে বিষয়টি মিসাংসা করা হয় হয় বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।