Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষার লাইনেই সন্তান প্রসব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

প্রসব বেদনা নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান ২২ বছর বয়সী এক নারী। কিন্তু করোনামুক্ত সার্টিফিকেট না দেখালে ভর্তি নেওয়া হবে না বলে হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়। তাতে অনাগত সন্তানের কথা চিন্তা করে হাসপাতালের আরেক ইউনিটে করোনা পরীক্ষা করাতে যান। কিন্তু সেখানে আগে থেকে লাইন থাকায় তার অপেক্ষা দীর্ঘ হয়। আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা অবস্থায় ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন পালাকা নামের ওই নারী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌর রাম মনোহর লোহাই ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (আরএমএলআইএমএস) হাসপাতালে। যদিও সন্তান প্রসবের পর ওই মাকে হাসপাতাল কর্মীরা দ্রæত ওয়ার্ডে নিয়ে যান। আর ঘটনা তদন্ত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কমিটি গঠন করে দ্রæত রিপোর্ট দিতে বলা হয়েছে। হাসপাতালের চিকিৎসক ড. শ্রীকেশ সিং জানিয়েছেন, মা-সন্তান দুজনই সুস্থ আছেন। ওয়ান ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ