Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সাতেই থাকছেন মেসি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ৭:৪৯ পিএম

বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। এ তথ্য নিশ্চিত করেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে যে, ক্লাব কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধের কারণে বার্সেলোনায় নিজের চুক্তি নবায়ন করবেন না আর্জেন্টাইন সুপারস্টার মেসি। গত কয়েকমাস ধরে ক্লাবের সঙ্গে সত্যিই কিছু বিষয়ে মতবিরোধ হয়েছে তার। যার ফলে এ গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি বেশি।

কিন্তু গুঞ্জনকে পাত্তা দিলেন না জোসেফ মারিয়া বার্তেমেউ। তিনি অভয় দিয়েছেন, বার্সেলোনা ছেড়ে কোথাও যাবেন না মেসি। নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচও বার্সার জার্সিতেই খেলতে চান মেসি- এমন মন্তব্য করেন বার্তেমেউ। ক্লাবের সঙ্গে মেসির বিরোধের ব্যাপারে তেমন কিছু না জানালেও বার্তেমেউ বলেন, ‘আমি এখনই বিস্তাারিত কিছু বলবো না। তবে মেসি নিজেই অসংখ্যবার বলেছে, সে তার ফুটবল ক্যারিয়ার বার্সেলোনাতেই শেষ করবে।’

এ সময় মেসির বার্সায় থাকার নিশ্চয়তা দিয়ে বার্তেমেউ আরো বলেন, ‘আমরা আপাতত প্রতিযোগিতার কথা ভাবছি এবং বেশ কিছু খেলোয়াড়ের ব্যাপারে আলোচনা চলছে। মেসি এখানেই খেলতে চায় এবং ক্যারিয়ার শেষ করতে চায়। তার এখনও অনেক বছর বাকি এবং আমরা তার খেলা আরো অনেক উপভোগ করতে পারব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ