Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ৫:২৯ পিএম

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে সোমবার দুপুরে দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। এরা হলেন ঝালকাঠি জেলা দলিল লেখক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবদুল কুদ্দুস হাওলাদার (৭০) ও সদর উপজেলার বাউলকান্দা গ্রামের মো. সিরাজুল ইসলাম (৬৫)।
মৃত ব্যাক্তিদের পারিবারিক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস হাওলাদার গত ৮ দিন ধরে বুকে ব্যাথা শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি ছিলেন। সোমবার দুপুর একটার দিকে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অপরদিকে সিরাজুল ইসলাম বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ঝালকাঠি শহরের মেয়ের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার বেলা ১২ টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ নিয়ে ঝালকাঠি জেলায় করোনাউপসর্গ নিয়ে ৩৩ জনের এবং করোনা পজেটিভ হয়ে ১০ জনের মৃত্যু হয়। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৯ জন। সুস্থ্ হয়েছেন ১২৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ