আকাশছোঁয়া বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি। তার বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ ৩ হাজার টাকা। যা দেখে খানিকটা ক্ষুব্ধই 'মুন্না ভাই এমবিবিএস' খ্যাত এই চিত্রতারকা।
তবে কি কারণে তার বাড়ির এত বিল এসেছে, তার কোনও হদিস এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরশাদ লিখেছেন, হঠাৎ করেই কি এমন ঘটলো যে আমার বাড়ির বিদ্যুৎ বিল আকাশছোঁয়া এসে গেল। এসব কি দায়িত্ব, নাকি অবহেলা বলেও প্রশ্ন তুলেছেন এই অভিনেতা।
মুম্বাইয়ের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে কটাক্ষ করতেও ভোলেননি বলিউড সার্কিট। তিনি আরও লিখেছেন, 'আপনাদের সবাইকে অনুরোধ করছি, দয়া করে আমার আঁকা পেইন্টিং গুলো কিনুন। তাহলে অন্তত এ মাসের বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারব। পরের মাসের জন্য না হয় আমার নিজের দুটো কিডনি তুলে রাখছি!'
অভিনেতার এমন পোস্ট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। নায়কের এমন প্রতিবাদে সমর্থন করেছেন অনেকেই। একজন ভক্ত মজার ছলে ওই পোস্টে মন্তব্য করেছেন, স্যার আপনার পেইন্টিং কিনতে গেলো তো আমার নিজের দুই কিডনি বিক্রি করতে হবে। যেটি আবার নিজের হ্যান্ডেলে রিটুইট করেছেন আরশাদ ওয়ারসি।
তবে শুধু আরশাদ ওয়ারসিই নন, এর আগে একই অভিযোগ এনে মুম্বাইয়ের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু, সোহা আলী খান, হুমা খুরেশি সহ অনেকেই।