Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোবিন্দগঞ্জে ইক্ষুখামারের জমি উদ্ধারের দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের দখলকৃত জমি উদ্ধারের দাবিতে গোবিন্দগঞ্জে প্রতিদিন বিক্ষোভ মিছিল, মানববন্ধন, রাজপথ-রেলপথ অবরোধ করে আন্দোলন অব্যাহত রেখেছে আখচাষী ও শ্রমিক কর্মচারীরা। রংপুর চিনিকল আখচাষী কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে তারা। অবরোধের আগে আখচাষীরা গোবিন্দগঞ্জ পৌর শহরে মাবনবন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অবরোধ চালাকালীন সময়ে থানা মোড় চারমাথা অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- মিল এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু, অবিভক্ত বাংলার সাবেক কৃষিমন্ত্রীর ছেলে গোবিন্দগঞ্জ মহিলা কলেজ ডিগ্রীর সহকারী অধ্যাপক আবু তাহের, উপজেলা মোটর মালিক সমিতির সভাপতি ওয়াহেদুল ইসলাম, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান প্রমুখ। বক্তারা, জোরপূর্বক দখলকৃত সাহেবগঞ্জ ইক্ষু খামারের প্রায় ১শ’ একর জমি উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রীসহ গাইবান্ধা জেলা প্রশাসনের জোরদার প্রদক্ষেপ আশা করে। এদিকে গত শুক্রবার বিকালে রংপুর চিনিকলের ইক্ষুর জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার দাবিতে চিনিকলের ট্রেনিং কমপ্লেক্স হল রুমে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে এক মতবিনিময়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, মহাব্যবস্থাপক (প্রসাশন) আব্দুল মজিদ, আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, সাবেক শ্রমিক নেতা আলতাব হোসেন, সহ-সভাপতি আ. ছালাম, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওহেদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার চিনিশিল্প রক্ষাকল্পে এর সমুদয় সম্পদের বহুমুখী ব্যবহারের মাধ্যমে রংপুর চিনিকলকে উন্নয়নের জন্য যখন বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে, তখনই একটি চিহ্নিত ভূমিদস্যু মহল বিভিন্ন স্থান থেকে কিছু সাঁওতাল সম্প্রদায়ের লোকজনকে ভাড়া করে এনে তথাকথিত ভূমি উদ্ধার কমিটির ব্যানারে সরকারী সম্পত্তি দখলের পাঁয়তারা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোবিন্দগঞ্জে ইক্ষুখামারের জমি উদ্ধারের দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ