বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা যোবায়েল আহমদ চৌধুরী বলেছেন, দেশে ইসলামী শিক্ষা সংকোচনের মাধ্যমে প্রকারান্তরে হত্যা সন্ত্রাস-উগ্রবাদকে উস্কে দেয়া হয়েছে। কারণ হত্যা, সন্ত্রাস ও উগ্রবাদ সমস্যার অন্যতম কারণ হচ্ছে ইসলামের প্রকৃত শিক্ষার অভাব, কুরআন-হাদিসের জ্ঞানের অভাব। সুতরাং ইসলামী শিক্ষা সংকোচন করে, সিলেবাস থেকে ইসলামী ভাবধারার লেখা বাদ দিয়ে যারা বিজাতীয় সংস্কৃতির আমদানির চেষ্টা করছে তারা সন্ত্রাস-উগ্রবাদের জন্য অনেকাংশেই দায়ী। সুতরাং সেক্যুলার শিক্ষা নীতি বাদ দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের চেতনা ও বিশ্বাসের আলোকে নতুন জাতীয় শিক্ষনীতি প্রণয়ন করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল ঢাকার শাহজাহানপুরস্থ মাহবুব আলী মিলনায়তনে সংগঠনের নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক এমকে জামান, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিউল আলম, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, মাওলানা নোমান মাযহারী, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, দাওয়া সম্পাদক- মাওলানা নূরুজ্জামান খান, অধ্যাপক মো. আবদুল জলিল, আমিনুর রহমান ফিরোজ, মাওলানা এ কে এম আইয়ুব আলী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।