বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর পাঁচ থানার সমন্বয়ে সদর থানা শিক্ষা অফিসের আওতাধীন ৬৫ জন প্রাক-প্রাথমিক শিক্ষক গত ৩ মাসের বেতন-ভাতা পাচ্ছেন না। ঈদুল ফিতরের পূর্বেই মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়ে আসা বেতন-বোনাসের সমুদয় অর্থ ফিরে গেছে ঢাকাতেই। সদর থানা শিক্ষা অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এসব চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকদের। ফলে আগামী ঈদ-উল-আযহার পূর্বে বেতন-বোনাস পাওয়া-না পাওয়ার শঙ্কায় রয়েছেন তারা।
ভুক্তভোগী শিক্ষকদের সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতে খুলনা মহানগরীর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ জন শিক্ষক যোগদান করেছিলেন। নিয়মানুযায়ী গত মার্চে এক সাথে তিন মাসের বেতন পেয়েছেন তারা। পরের তিন মাস এপ্রিল মে ও জুন মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস গত মে মাসেই ঢাকা থেকে খুলনায় পাঠিয়েছিল বলে সূত্রে জানতে পারেন শিক্ষকরা। কিন্তু ঈদের পূর্বে সেই বেতন-বোনাস ছাড় দেননি সদর থানার শিক্ষক কর্মকর্তা। কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে বরাদ্দকৃত বেতন-বোনাসের অর্থ ঢাকায় ফেরত পাঠিয়েছেন বলে অভিযোগ বেতন-বোনাস বঞ্চিত শিক্ষকদের। আগামী ঈদ-উল-আযহার পূর্বেও বেতন-বোনাস পাওয়া না-পাওয়ার শঙ্কায় রয়েছেন শিক্ষক পরিবারগুলো।
খুলনা সদর থানা শিক্ষা কর্মকর্তা সেলিনা পারভীন জানান, বিল জমা দেয়া হয়েছে। খুব শিঘ্রই প্রাক-প্রাথমিক শিক্ষকদের বেতন-বোনাস পেয়ে যাবেন।
উচ্চমান সহকারী মোঃ গোলাম কিবরিয়া বলেন, অতিরিক্ত অর্থ এসেছিল; তবে কাগজপত্রে সমস্যা থাকায় প্রাক-প্রাথমিক শিক্ষকরা বেতন-ভাতা তুলতে পারেননি। এখানে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশের কিছু নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।