Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার ভাইকে মারধর ক্ষমা চেয়ে মুক্তি

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার ছোট ভাইকে মারধর করেছে শাখা ছাত্রলীগের এক কর্মী। গায়ে ধাক্কা লাগার অপরাধে আমিরুল ইসলাম সুজন নামের ওই কেন্দ্রীয় ছাত্রলীগের ভাইকে মারধর করে আকরামুল ইসলাম নামের এক ছাত্রলীগকর্মী। গত বৃহস্পতিবার রাতে মীর মশাররফ হোসেন হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হলের ক্যান্টিনে খাবার শেষে লোক-প্রশাসন বিভাগের ৪৫তম ব্যাচের সুজনের সঙ্গে আকরামুল একটু ধাক্কা লাগে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সরকার ও রাজনীতি বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্রলীগকর্মী আকরামুল গণরুমে গিয়ে সুজনকে শার্টের কলার ধরে টেনে-হেঁচড়ে নিচে নিয়ে ব্যাপক মারধর করে। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার ভাইকে মারধরের বিষয়টি জানাজানি হলে ক্ষমা চেয়ে পার পেয়ে যান আকরাম। এ বিষয়ে মারধরের শিকার আমিরুল ইসলাম সুজন বলেন, সে এসে ক্ষমা চেয়েছে। তাই তাকে মাফ করে দিয়েছি।
হল প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুর রহমান বলেন, এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার ভাইকে মারধর ক্ষমা চেয়ে মুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ