Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে সাগর হত্যায় তিন আসামির স্বীকারোক্তি

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা ঃ দুষ্টুমি ও খেলার ছলেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলে ১০ বছরের শিশু শ্রমিক সাগর বর্মণের নাক-মুখ ও পায়ুপথে বাতাস ঢুকায় তারই তিন সহকর্মী। শুক্রবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর ইশতিয়াক আহাম্মেদের আদালতে ওই তিন সহকর্মী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুষ্টুমি ও খেলার ছলেই সহকর্মী সোহেল, রাকিব ও আকাশ নাক-মুখ ও পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে করে সাগর বর্মণের মৃত্যু হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসীম উদ্দিন। এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার খন্দকার মুহিদ উদ্দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জে সাগর হত্যায় তিন আসামির স্বীকারোক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ