Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে: ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২০, ৮:৫০ পিএম

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের প্রভাবশালী কমান্ডার আব্বাস গোলামশাহি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সেনাদের তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে পারস্য উপসাগরে মার্কিনীরা খুব ভালো অবস্থায় নেই। তারা এখন চাইলেই কোন অঘটন ঘটাতে পারবে না।

৩২ বছর আগে পারস্য উপসাগরের আকাশে ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংসের কথা স্মরণ করে তিনি বলেন, এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন তারা এ ধরণের ঘটনার জন্ম দেবে না। আইআরজিসি এই কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন পারস্য উপসাগরে অনেক বেশি শক্তিশালী এবং মার্কিনীরা এখন এ ধরণের অপরাধের পরিণতির কথা ভালো করেই জানে।

আব্বাস গোলামশাহি আরও বলেন, আমরা ইরানি জাতিকে এটা বলতে চাই শহীদেরা আমাদের গর্ব এবং সবসময় তাদের আত্মত্যাগের কথা আমাদের মাথায় রয়েছে। তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে এবং আমরা সব সময় শহীদদের পথ অনুসরণ করছি। আমরা কখনও এই পথ থেকে সরে যাব না। সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ