মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতালি ও ফ্রান্সের পর এবার ব্রাজিলেও ড্রেনের পানিতে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সান্তা ক্যাটারিনার ফ্লোরিয়ানোপোলিসে পানিতে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার ব্রাজিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজ সিজিটিএন-এর খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, গত নভেম্বরে ক্যাটারিনার ফ্লোরিয়ানোপোলিস থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়েছিল। ওই পানি পরীক্ষার পর করোনাভাইরাস পাওয়া গেছে। পানিতে করোনাভাইরাস নিয়ে গবেষণাটি চালিয়েছে, দেশটির ‘ফেডারেল ইউনিভার্সিটি অব সান্তা ক্যাটারিনা’ (ইউএফএসসি)। গেল বৃহস্পতিবার তারা তাদের ওয়েবসাইটি গবেষণার ফলাফল প্রকাশ করেছে। ইউএফএসসি বলেছে, ইউএফএসসি এর ১৪ জন গবেষকের একটি দল এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। গবেষকরা গেল বছরের নভেম্বর মাসে সংগৃহীত পানির দুইটি নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। গবেষণা দেখা গেছে, ব্রাজিলে গত বছরের নভেম্বর মাসে করোনাভাইরাস ছড়িয়েছে। নিউজ সিজিটিএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।