মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান যে কোনো মূল্যেই সিপিইসির কাজ সম্পন্ন করবে। চীনের ৬০ বিলিয়ন ডলারের প্রকল্প চায়না-পাকিস্তান ইকোনোমিক করিডোর (সিপিইসি)-এর কাজ শেষ করার প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করলেন তিনি। -টাইমস অব ইন্ডিয়া, ডন
তার সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন। সিপিইসি নিয়ে শুক্রবার ইসলামাবাদে এক পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের আর্থ-সামাজিক উন্নয়নে এটি একটি চমৎকার প্রকল্প। এই প্রকল্প জাতির জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে।
সিপিইসি কর্তৃপক্ষের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন , সাধ্য অনুসারে কাজের গতি বাড়াতে হবে। তিনি বলেন , এই করিডোর চীন - পাকিস্তান বন্ধুত্বের স্মারক। সরকার এই কাজ শেষ করবেই এবং পাকিস্তানের নাগরিকদের জন্য ফলও নিয়ে আসবে। প্রধানমন্ত্রী ইমরান খানের এই বক্তব্য প্রদানের একদিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং যাই ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশী সিপিইসি নিয়ে টেলিফোনে আলোচনা করেন ।
পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সিপিইসির কাজ দ্রুত করার তাগিদ দেন ওয়াং। যেসব চীনা কোম্পানি ও নাগরিক পাকিস্তানে সিপিইসির কাজ করছেন তাদেরকে সরকার অনেক বেশি নিরাপত্তা দিবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।