Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হলো তৃতীয় জাতীয় আলোকচিত্র উৎসব

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ‘তৃতীয় জাতীয় আলোকচিত্র’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ও ডিইউপিএস’র উপদেষ্টা অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকি।
উৎসব উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি সারাদেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে ব্যাপক প্রচারণা চালায়। ২ হাজারের বেশি আলোকচিত্রির প্রায় ১০ হাজার ছবি জমা পড়ে। ২৩ জুলাই বিচারকগণের বিচার প্রক্রিয়ার মাধ্যমে বাছাইকৃত ছবিগুলো প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রতিযোগিতামূলক এই আলোকচিত্র প্রদর্শনী উৎসবে ৫টি গ্রæপে সর্বমোট ১৫৩টি ছবি প্রদর্শিত হচ্ছে এবং ১২ জন আলোকচিত্রিকে পুরস্কৃত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু হলো তৃতীয় জাতীয় আলোকচিত্র উৎসব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ