প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনার লকডাউন শেষে অভিনয় ফিরেছেন ছোটপর্দার এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী নাবিলা ইসলাম। বর্তমানে তিনি ঈদ ধারাবাহিক ও খ- নাটকে কাজ করা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। নাবিলা ইসলাম বলেন, ‘এরইমধ্যে বিজ্ঞাপন এবং নাটকের কাজ করেছি। প্রচ- ভয় নিয়েই কাজ করছি। যারাই কাজ করছেন প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করছেন। নিজেকে নিরাপদে রেখে যেভাবে শুটিং করা যায় সেটাই করার চেষ্টা করছি। যেহেতু অভিনয়ই পেশা, তাই করোনা’র এই দু:সময়ে যথাযথভাবে নিয়ম মেনেই পেশাগত কাজ করে যেতে হবে। বাকীটা আল্লাহ ভরসা। ফারিয়া হোসেনের রচনা ও এমদাদ হকের পরিচালনায় সেদিন বৃষ্টি এসেছিল নামে একটি নাটকের কাজ এ সপ্তাহে শুরু করব। ফারিয়া হোসেনের গল্পে এর আগেও বেশ কয়েকটি নাটকের কাজ করেছি আমি। তার গল্পের প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে। এ নাটকের গল্পটাও আমার কাছে ভালো লেগেছে। ভালোভাবে কাজটি হলে আশা করা যায় এটি এবারের ঈদে আমার করা একটি অন্যতম কাজ হবে।’ নাবিলা ইসলাম এরইমধ্যে শরাফ আহমেদ জীবনের নির্দেশনায় বাংলা লিংকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। বেশ সাড়াও পাচ্ছেন। এছাড়া আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘আছোড়’, খ- নাটক ‘ভেরিফিকেশন’ ও ‘কদম আলী পাহারাদার’র কাজ শেষ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।