Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলচ্চিত্রকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে রাখার দাবি আমজাদ হোসেনের

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন বলেছেন, এখন সময় এসেছে একতাবদ্ধ হওয়ার। চলচ্চিত্র যদি একটা বৃত্ত হয়, তাহলে নাটক-সংগীত-নৃত্য হচ্ছে তার একেকটি শাখা। এখানে আমাদের চলচ্চিত্র ধ্বংস হয়ে যদি অন্য কালচারের চলচ্চিত্র প্রবেশ করে, তবে আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। সম্প্রতি এফডিসির পরিচালক সমিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের চলচ্চিত্র তথ্য মন্ত্রণালয়ের অধীনে। তারা অনেক দুর্বল, কোনো কিছু জানার আগেই তারা কলকাতাওয়ালাদের সব অনুমতি দিয়ে দিচ্ছে। এখন আমাদের এক অসম প্রতিযোগিতায় নামিয়ে দিচ্ছে। অসম কারণ আমাদের চলচ্চিত্র হঠাৎ করেই ডিজিটাল হয়ে গেছে। কোনো টেকনিক্যাল সাপোর্ট নেই, এমনকি সেন্সর বোর্ডে ছবি যে সেন্সর করে, সেখানে ডিজিটাল প্রজেক্টর নেই। এভাবেই তারা ছবি সেন্সর দিচ্ছে, জাতীয় পুরস্কার পর্যন্ত দিচ্ছে। তিনি বলেন, যেখানে ভালোভাবে ছবি দেখার কিছু নেই, সেখানেই ছবির ভালমন্দ বিচার করছে। তথ্য মন্ত্রণালয় চলচ্চিত্র তার অধীনে রাখার যোগ্যতা রাখে না। আমরা অনেক দিন ধরেই বলছি, চলচ্চিত্রকে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালনা করা হোক। শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, এফডিসিসহ আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকতে চাই। কারণ, আমরা বাংলাদেশের সংস্কৃতির চর্চা করছি, এটা রক্ষা করা সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ। সেটি তথ্য মন্ত্রণালয় রক্ষা করতে কখনো পারেনি, ভবিষ্যতেও পারবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্রকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে রাখার দাবি আমজাদ হোসেনের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ