Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

লকডাউন শুরু কাল

ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০২ এএম

আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে লকডাউন হতে যাচ্ছে দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারীর ৪১নং ওয়ার্ড। ২৫ জুলাই পর্যন্ত মোট ২১ দিন লকডাউন কার্যকর থাকবে এই এলাকায়। লকডাউনের প্রস্তুতি চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। ওয়ার্ডটির এলাকাবাসীকে সচেতন করতে এবং লকডাউনে করণীয় সম্পর্কে মাইকিং করে জানানো হচ্ছে। এরই মধ্যে সড়ক ও স্থান নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সড়কের নামের সাথে মিল নেই স্থানীয় সড়কের। এছাড়া প্রজ্ঞাপনে ঢাকা-সিলেট মহাসড়কের জয়কালি মন্দির থেকে বলধা গার্ডেন অংশকে লকডাউন করার কথা বলা হলেও স্থানীয় প্রশাসন লকডাউন এলাকা চিহ্নিত করে যে ম্যাপ দিয়েছে সেখানে এই অংশকে রাখা হয়েছে লকডাউনের বাইরে। প্রজ্ঞাপনে বিভিন্ন সড়কের নাম যেমন ভুল করা হয়েছে তেমনি এমন রাস্তার কথাও বলা হয়েছে বাস্তবে যার অস্তি¡ত নেই ওয়ারী এলাকায়। স্থান নির্ধারণে কিছুটা সমস্যার কথা স্বীকার করছেন স্থানীয় জনপ্রতিনিধিও। দ্রুতই তা সমাধানের কথাও বলেছেন তারা।

গত ৩০ জুন দক্ষিণ সিটির নগর ভবনে লকডাউন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা শেষে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস লকডাউনের বিষয়ে বলেন, ওয়ারী এলাকাকে রেডজোন হিসেবে চিহ্নিত করে ওয়ারী এলাকার ৮টি সড়ক ২১ দিনের জন্য লকডাউন করা হবে। ৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। সার্বিকভাবে সবকিছুই বন্ধ থাকবে, শুধু ওষুধের দোকান খোলা থাকবে। দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ই-কমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে সরবরাহের ব্যবস্থা করা হবে। মেয়র বলেন, যাতায়াত সুবিধার জন্য ওয়ারী এলাকার দুটি পথ খোলা থাকবে। বাকি পথগুলো বন্ধ করে দেওয়া হবে। সেখানে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। নমুনা সংগ্রহ করার জন্য বুথ থাকবে এবং সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে আক্রান্তদের জন্য আইসোলেশন কেন্দ্র স্থাপন করা হবে। এদিকে লকডাউন কার্যকর করতে প্রস্তুতি চলছে দক্ষিণ সিটি করপোরেশনের। জানা যায়, লকডাউনের সময় স্বেচ্ছাসেবীরা কীভাবে কাজ করবেন, তা পর্যালোচনা ও স্বেচ্ছাসেবীদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। তিনটি শিফটে স্বেচ্ছাসেবীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। ৪১ নম্বর ওয়ার্ডের র‌্যাংকিন স্ট্রিট, লারমিনি স্ট্রিট, নবাব স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, হেয়ার স্ট্রিটসহ জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন পর্যন্ত মোট ১৬টি লেন লকডাউনের আওতায় পড়ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ