Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডের সদর দফতরে শ্রমিকদের তালা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

ঈদের একটি বোনাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের ডাকে ২ ঘণ্টার কর্মবিরতি করেছে শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরাসার এলাকায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডের সদর দফতরের সামনে শ্রমিক কর্মচারীরা এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে। শ্রমিক কর্মচারীরা দফতরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
শ্রমিক নেতৃবৃন্দ জানান, প্রায় ৩৫ বছর ধরে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আমরা এ বোনাস পেয়ে আসছে। সম্প্রতি কোম্পানির বোর্ড সভায় উৎসব বোনাসের একটি কর্তন করা ও দীর্ঘদিন ধরে চালু থাকা কোম্পানি কর্তৃক শ্রমিক কর্মচারীদের আয়কর বহন না করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
আগামী ৪ দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীনে আরো ৫টি গ্যাস ফিল্ডেও আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন।
এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মো. শাহ্ আলম, সাধারণ সম্পাদক মো. মুর্শেদুল আলমসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ