Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার ফ্ল্যাট খালি দুই ভাই পার্কিংয়ে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

বাবার দুইটি ভবন থাকার পরও সৎভাইদের নির্যাতনে দুই এতিম সন্তানের বিনিদ্র রাত কাটছে পার্কিংয়ের চেয়ারে বসে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন নগরীর ষোলশহর চশমা হিলের মরহুম ইউনুছ চৌধুরীর ছেলে মাদরাসার ছাত্র মোহাম্মদ জোনায়েদ চৌধুরী ও মোহাম্মদ জোবায়ের চৌধুরী।
লিখিত বক্তব্যে জোনায়েদ চৌধুরী বলেন, গত ২ জুন সম্পত্তির কথা জিজ্ঞাসা করলে সৎ ভাই সোহেল চৌধুরী তাদের ঘর থেকে বের করে দেন। এখন তারা চমর নিরাপত্তাহীনতায় আছেন। বাবার বিল্ডিংয়ে ফ্ল্যাট খালি থাকা সত্তে¡ও তাদের থাকতে দেয়নি। বাধ্য হয়ে তারা ২২-২৩ দিন ধরে বিল্ডিংয়ের পার্কিংয়ে চেয়ারে বসে বিনিদ্র রাত কাটাচ্ছেন বলে জানান। দুইভাই তাদের জীবনের নিরাপত্তা এবং পিতার সম্পত্তি ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবার-ফ্ল্যাট-খালি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ