Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হচ্ছে মমতাজের নতুন একক অ্যালবাম

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ আগামী ঈদুল আজহা উপলক্ষে নতুন একটি একক অ্যালবামের কাজ শুরু করেছেন। এতে ৬ থেকে ৮টি গান থাকবে। ইতোমধ্যে এই অ্যালবামের ৫টি গানের ট্র্যাক তৈরির কাজ সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে এগুলোতে কণ্ঠ দেবেন তিনি। সবগুলো গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। মমতাজ বলেন, গত মঙ্গলবার ইতালি থেকে দেশে ফিরেছি। দেশে ফিরেই চট্টগ্রামে বিপিএলের কনসার্ট করেছি। এছাড়া হাতে কিছু রাজনৈতিক ও পারিবারিক ব্যস্ততা রয়েছে। এগুলো শেষ করেই নতুন একক কাজ শুরু করব। ঈদ উপলক্ষেই অ্যালবামটি তৈরি হচ্ছে। আশা করি, যথাসময়ে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।' উল্লেখ্য, গত ঈদুল ফিতরে মমতাজ ‘শূন্য বাড়ি’ শিরোনামে একটি দ্বৈত গানের অ্যালবাম প্রকাশিত হয়। ঈগল মিউজিকের ব্যানারে এটি প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশিত হচ্ছে মমতাজের নতুন একক অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ