Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ডিনার প্লেটের মূল্য ৫ লাখ ৮০ হাজার ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

দম্পতি প্রতি ৫ লাখ ৮০ হাজার ৬০০ ডলার করে নেয়া হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী তহবিল সংগ্রহের ডিনার পার্টিতে। সামনের সপ্তাহে ফ্লোরিডায় হিলসবরো বিচে একটি বাসায় নিতান্তই ঘনিষ্ঠজনরা এতে আমন্ত্রণ পেয়েছেন বলে ১ জুলাই প্রাপ্ত সংবাদে জানা গেছে। মধ্য জুনের পর এটাই হবে ট্রাম্পের প্রথম কোন তহবিল সংগ্রহের ডিনার, যেখানে অতিথিরা সশরীরে উপস্থিত হবেন। সংগৃহীত তহবিলের একটি অংশ ব্যয় করা হবে রিপাবলিকান ন্যাশনাল কমিটির আসন্ন কনভেনশনের জন্যেও। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন আগে থেকেই রিপাবলিকান পার্টিকে যারা বড় অংকের চাঁদা দিয়েছেন, শুধু তারাই। সর্বশেষ গত ১১ জুন ডালাসে এমন একটি ডিনার পার্টি থেকে ট্রাম্পের সংগ্রহ হয়েছে ১০ মিলিয়ন ডলার। ১৩ জুন নিউ জার্সিতে আরেকটি ডিনার পার্টি থেকে আয় হয় ৩ মিলিয়ন ডলার। সিএনবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ