Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রীর ইঙ্গিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরের ৩০ শতাংশ জমি অধিগ্রহণ নিয়ে গত কয়েকদিন থেকেই বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সেক্ষেত্রে, আন্তর্জাতিক চাপের মুখে শেষপর্যন্ত এ পদক্ষেপ থেকে সরে আসতে পারে ইসরাইল। বুধবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ইসরাইলের ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক বøু অ্যান্ড হোয়াইট পার্টির সদস্য আশকেনাজি পশ্চিম তীরের জমি অধিগ্রহণ ‘অনিবার্য নয়’ বলে মন্তব্য করেছেন। বুধবারই ফিলিস্তিনের ওই জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরুর কথা ছিল ইসরাইলের। তবে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে আজ আর কিছু হচ্ছে না। একদিন আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, তাদের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনের জমি অধিগ্রহণ ইস্যুতে আগামী দিনগুলোতে আরও আলোচনা হবে। আল-জাজিরা।

 

 



 

Show all comments
  • Billal hossain ৩ জুলাই, ২০২০, ৩:৩৯ পিএম says : 0
    ইসরাইলি বিষফোড়া যুক্তরাষ্টের তৈরী.।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ