বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৬৬ শতাংশ।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য জানান।
এ নিয়ে সোনারগাঁওয়ে ৪২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৯৬ জন। মৃত্যুবরণ করেছেন ১৬ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১১৫ জন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বৃহস্পতিবার নতুন করে ১২ জনের নমুনার রিপোর্ট পেয়েছি। তার মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদেরমধ্যে মোগরাপাড়ার দমদমায় ২ জন পুরুষ, ২ জন নারী, বাড়ি মজলিশে ১ জন পুরুষ, পিরোজপুরের ভবনাথপুর এলাকায় ১ জন পুরুষ ও সোনারগাঁও পৌরসভার জয়রামপুরে ২ জন পুরুষ।
তিনি আরও জানান, এ পর্যন্ত সোনারগাঁও থেকে ১ হাজার ৯২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ৪২৭ জনের করোনা রোগী শনাক্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।