মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউইয়র্ক-নিউজার্সিতে রেস্টুরেন্টগুলোতে বসে খাওয়ার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে নিউইয়র্কে করোনায় সংক্রমিতের সংখ্যা আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় অনেক কম। তারপরও ১ জুলাই রাজ্যে রেস্টুরেন্টে বসে খাওয়ার সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর কারণ হিসেবে বলা হয়েছে, অন্যান্য রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা ইনডোর বার ও রেস্তোরাঁকে দায়ী করেছেন। পাশের রাজ্য নিউজার্সিও চলতি সপ্তাহের শুরুতে একই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।
নগরীর মেয়র বিল ডি ব্লাজিও বলেন, ‘এখন অবহেলা করার সময় নয়। ইনডোরে যত সব সমস্যা বিদ্যমান। বিজ্ঞানও তা বারবার প্রমাণ করছে। তাই নিউইয়র্ক সিটির রেস্তোরাঁয় ইনডোর ডাইনিং চালু করা এই মুহূর্তে সম্ভব নয়। এক সপ্তাহ আগেও আশাবাদী ছিলাম যে আমরা ইনডোর ডাইনিং চালু করতে পারব। তবে দেশজুড়ে যে সংবাদ নিয়মিত পাচ্ছি, তা দিনদিন খারাপ থেকে বেশি খারাপ হচ্ছে।’
নিউইয়র্ক নগরীর রেস্তোরাঁগুলোতে আউটডোর বা বাইরে থেকে সেবা দেওয়া ও ডেলিভারি সেবা ইতিমধ্যেই চালু হয়েছে। তবে ইনডোর বা রেস্তোরাঁর ভেতরে বসে খাওয়া চালু করতে রাজ্য সরকার এখনই রাজি নয়। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো কখন তা চালু হতে পারে, তার নির্দেশ এখনো দেননি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘নিউইয়র্ক নগরীতে ইনডোর ডাইনিং স্থগিত থাকবে যতক্ষণ না এই অবস্থার পরিবর্তন হয় এবং এটি মানুষের জন্য নিরাপদ হয়।’ তিনি বলেন, তৃতীয় ধাপে নিউইয়র্ক যে খোলার যে পরিকল্পনা ছিল, তাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
সম্প্রতি মিশিগানের পূর্ব ল্যান্সিংয়ে হার্পার’স বার থেকে সম্প্রতি শতাধিক মানুষ করোনায় সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। ফ্লোরিডা রাজ্যে আবার সবকিছু খোলার প্রথম দিকে একটি রেস্তোরাঁয় গিয়ে ১৬ বন্ধুর সবাই করোনায় সংক্রমিত হয়েছেন।
গভর্নর অ্যান্ড্রু কুমো ১ জুলাই সংবাদ সম্মেলনে বলেন, সরকার যতটুকু সম্ভব করোনা রোধে কাজ করে যাচ্ছে, কিন্তু তা পর্যাপ্ত হচ্ছে না। করোনা শেষ হয়ে যায়নি। এটি এখনো এই দেশ ও এই রাজ্যের যেকোনো জায়গায় ভয়ংকররূপে ফিরে আসতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।