Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে জাহাজে অগ্নিকান্ড

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৪ এএম

চট্টগ্রাম বন্দরের জেটিতে একটি জাহাজে গতকাল বুধবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিকেলে বন্দরের জেনারেল কার্গো বার্থের ৬ নম্বর জেটিতে থাকা পানামার পতাকাবাহী ‘এমভি ইজুমু’ জাহাজে হঠাৎ আগুন লাগে। বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণকারী গাড়ি ও টাগবোট কান্ডারি-৮ ও কান্ডারি-১২ আগুন নেভাতে ছুটে যায়। কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ছুটে গেলেও তাদের আর ভেতরে যেতে হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

রাতে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক ইনকিলাবকে বলেন, জাহাজের আগুন নেভানো হলেও ধোঁয়া বন্ধ হচ্ছিল না। এ জন্য জাহাজটিকে বর্হিনোঙ্গরে ফেরত পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ক্ষয় ক্ষতি কিংবা আগুন লাগার কারণ জানাতে পারেনি বন্দর সচিব। চীন থেকে স্টিলসহ নির্মাণ সামগ্রী নিয়ে আসা ১৪৭.২০ মিটার লম্বা জাহাজটি গতকাল সকালেই জেটিতে ভিড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাহাজ-অগ্নিকান্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ