Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

রংপুরের তারাগঞ্জে রডবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল ৪ শ্রমিকের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আরো ৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে শেরপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও চাঁপাইনবাবগগঞ্জে একজন করে। এসময় আহত হয়েছেন ১০ জন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত :
রংপুর : রংপুরের তারাগঞ্জে রডবোঝাই ট্রাক উল্টে চারজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে তারাগঞ্জ উপজেলার অনন্তপুর এলাকায়। এ সময় আরো পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে শ্রমিক সরদার আবু বক্কর সিদ্দিক (৫৫), একই গ্রামের সমসের আলীর ছেলে ফরহাদ হোসেন (২৮), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে অনিল চন্দ্র রায় (৫৫) এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাদখানা গ্রামের মৃত কাচুয়া মাহমুদের ছেলে খয়রাত হোসেন (৬০)। এরা সবাই শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানায়, দুপুরের দিকে দিনাজপুর থেকে রড বোঝাই করে রংপুরের তারাগঞ্জ উপজেলার ব্যবসায়ী আতিয়ার রহমানের গুদামে যাচ্ছিল ট্রাকটি। পথিমধ্যে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা শ্রমিকরা রডের নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শেরপুর : শেরপুরে ট্রাকচাপায় কালু মিয়া (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কালু মিয়া স্থানীয় মৃত দুলাল হাজীর ছেলে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল আলম ভুইয়া জানান, বুধবার বেলা সোয়া ৩টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রæতগামী ট্রাক কালু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে কামাল শেখ (৩০) নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা মোশাররফ নামের অপরজন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী আড়তের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোক্তার শেখের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় নাজির হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খাইরুল (৩৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত নাজির হোসেন ওই উপজেলার রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের বাসিন্দা। আহত খাইরুল রাধানগর ইউনিয়নের কুড়ালের ছেলে।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল-কেন্দুয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি ড্রাইভারের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম নূর হোসেন (৩০)। তার বাড়ী দক্ষিন বাঁশাটি গ্রামে। স্থানীয়রা জানায়, দক্ষিণ বাঁশাটি নামক স্থানে নান্দাইল চৌরাস্তা হতে কেন্দুয়গামী সিএনজি রাস্তার পার্শে দাঁড়ানো মাছবাহী পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সিএনজি ড্রাইভার গুরুতর আহত হয়। আহত অবস্থায় নান্দাইল হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ